Tuesday, October 6, 2009

চুলকে সিল্কী করুন

চুলের সৌন্দর্য বজায় রাখতে হলে চুলের যত্ন করুন৷ যে সব মহিলারা রোজ বাইরে বেরোন তাদের বেশী করে চুলের প্রতি নজর দেওয়া উচিত৷ কারণ গাড়ির ধোওয়ায় চুলের ভীষণ ক্ষতি হয়৷ কখনও চুল ঝরতে শুরু করে৷ আবার কখনও মাথায় খুসকীর মাত্রা বেরে যায়৷ এর থেকে বাঁচতে কি করবেন?

* সপ্তাহে অন্তত দু-দিন মাথায় শ্যাম্পু করুন৷

* এক্ষেত্রে যে শ্যাম্পুটা আপনার চুলের জন্য উপযুক্ত সেটাই ব্যবহার করবেন৷ কারণ অনেক সময়ে শ্যাম্পুর কারনে চুল ঝরে যায়৷

*নারকেল চুলের জন্য ভালো৷ তবে সরষের তেলও লাগাতে পারেন৷ সরষের তেলের মধ্যে নিম পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেলটা মাথায় লাগান৷ তা আপনার চুলের গ্লেজ বাড়াবে৷ রাতে শোওয়ার আগে মাথায় ভালো করে ম্যাসেজ করে লাগান৷ পরের দিন সকাল বেলায় শ্যাম্পু করে ফেলুন৷ এতে আপনার চুল পাকবে না৷ চকচকে হবে৷

* যদি মাথায় চুল কমে যায় এক চামচ কেস্টার ওয়েলের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে রাতে মাথায় লাগান৷ পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন৷ এরকম কিছুদিন লাগালেই চুল পড়া বন্ধ হয়ে যাবে৷

* খুসকী থেকে বাঁচতে নারকেল তেলের কর্পূর বা লেবুর রস মিশিয়ে মাথায় লাগান৷ খুসকী কমে যাবে৷

No comments:

Post a Comment