Tuesday, October 6, 2009

শুষ্ক ত্বকের সুরক্ষা

ড্রাই স্কিন অর্থাত শুষ্ক ত্বকের উজ্বাল্য কম থাকে৷ ঋতুর প্রভাব শুষ্ক ত্বকের উপর ভীষণ ভাবে পড়ে৷ তাই খুব ভাল করে ত্বকের খেয়াল না রাখলে খুব সহজেই এতে বলীরেখা পড়ে যাবে৷

শুষ্ক ত্বকে একেবারেই সাবান লাগানো উচিত নয়৷ এস্ট্রিজেন একেবারেই লাগাবেন না৷ যাদের শুষ্ক ত্বক তারা খুব বেশী মাত্রায় ভিটামিন এ,ডি, সি ও বি যুক্ত খাবার খান৷ মুখ ধোয়ার জন্য গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করুন৷

No comments:

Post a Comment