Tuesday, October 6, 2009

বলিরেখা দূর করার উপায়

বয়সের সঙ্গে মুখে বলিরেখা পড়ে যায়৷ প্রাকৃতিক কিছু উপাদান আছে যার প্রয়োগে এই বলিরেখা থেকে অনায়াসেই রেহাই পেতে পারেন৷ চলুন সেই উপায়টা জেনে নিই৷

* বেসন, লেবু আর মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে মুখের বলিরেখা দূর হবে৷

* অত্যাধিক রোদের প্রভাবে মুখে বলিরেখা তৈরী হয়৷ রোদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷

* আপেল খান৷ এর সঙ্গে আপেলের চোকলা শুকিয়ে তা গুড়ো করে মুখে লাগান৷ এতে উপকার পাবেন৷

* রাতে শোওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে দুধের স্বরের মধ্যে বাদাম মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ ঐ পেস্টটা মুখে লাগিয়ে শুন৷ সকালে উঠে বেসন দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন৷ এতে বলিরেখা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে৷

* প্রতিদিন সেলাড খান৷

* দিনে একবার গাজরের রস খান৷ এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷ বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন৷

*টমেটো কেটে মুখে লাগান৷ এতে বলিরেখা দূর হয়ে যাবে৷

No comments:

Post a Comment