Tuesday, October 6, 2009

পুরুষদের স্কিন কেয়ার

কেবল মহিলারাই নন,পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া উচিত৷ অত্যাধিক রোদ,এয়ার কন্ডিশনার, ক্লোরিন যুক্ত জল, সাবান এবং আফটার শেভিং লোশান ব্যবহারের ফলে পুরুষদের ত্বক রুক্ষ হয়ে পড়ে৷ তাই ত্বককে রুক্ষতার হাত থেকে বাঁচাতে তাদেরও কিছু উপায় অবল্বন করা উচিত৷ চলুন সেই উপায়গুলো জেনে নিই৷

তৈলাক্ত ত্বক এবং ব্ল্যক হেডস যুক্ত ত্বকের ক্ষেত্রে সব সময় ক্লিনজিং স্ক্রাব লাগানো উচিত৷ স্ক্রাবকে ভালো করে মুখে রগড়ে জল দিয়ে ধুয়ে নিন৷ শেভিং এর জন্য হালকা ধরনের কোন ক্রিম ব্যবহার করুন৷ চিপচিপে নয়, এরকম আফটার শেভ লোশন ব্যবহার করুন৷

চন্দন যুক্ত আফটার শেভ লোশান ব্যবহার করুন৷ এই ক্রিম ময়শ্চরাইজারের কাজ করবে৷

রাতে শোওয়ার আগে মুখে ক্লিনজিং লাগিয়ে মুখ পরিষ্কার করুন৷

সপ্তাহে একবার অন্তত পক্ষে ফেশিয়াল করুন৷ এতে নতুন কোষ উত্পাদন বৃদ্ধি পাবে৷

চিন্তামুক্ত থাকার জন্য মাথা এবং শরীরের ম্যাসেজ করা জরুরী৷ তবে যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে ম্যাসেজ করা একেবারেই ঠিক নয়৷

No comments:

Post a Comment