Tuesday, October 6, 2009

সৌন্দর্য লাভের গুরুমন্ত্র

* বেশী করে জল খান৷ বিভিন্ন ভেষজ পদার্থ ত্বকে লাগান৷ ফলের রস খাওয়ার সঙ্গে মুখেও খানিকটা মেখে নিন৷ এতে ত্বক উজ্জ্বল হবে৷ এছাড়া মুখে গোলাপ জল লাগান৷
* এক গ্লাস জলের মধ্যে বরফ দিয়ে ওর মধ্যে মধু, লেবু এবং পুদিনা পাতা দিন৷ সেই জলটা পান করুন৷ এতে চমক বাড়বে৷

* তরমুজের রসের মধ্যে বরফ এবং গোলাপ জল মিশিয়ে খান৷

* দিনে কম পক্ষে 8-10 গ্লাস জল খান৷

* নেল পালিশ লাগানোর আগে হাত 20 সেকেন্ড একদম ঠান্ডা জ অলের মধ্যে ভিজিয়ে রাখুন৷ এরপরে নেল পালিশ লাগান৷ তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷

No comments:

Post a Comment