Tuesday, October 6, 2009

পাকা চুল দূর করার উপায়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকে৷ সেটা প্রকৃতির নিয়ম৷ কিন্তু অনেক সময়ে আবার কম বয়সেও চুল পাকতে শুরু করে৷ চুল সাদা হওয়ার পিছনে আসল কারণটা হল চুলের কোষে রঙীন পিগমেন্ট উত্পন্ন হয় যাকে মেলানিন বলে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে এই রঙীন পিগমেন্টের মাত্রা কমতে থাকে৷ হাওয়া লাগার ফলে চুলের পিগমেন্টের অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়৷ এছাড়াও চুল সাদা হয়ে যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে৷ চলুন তা জেনে নিই৷

* মানসিক টেনশন
* অনিয়মিত খাবার খাওয়া
* জল এবং বায়ু দূষন
* টাইফয়েড বা লিভার সংক্রান্ত কোন রোগ হলে চুল পেকে যায়৷
* অত্যাধিক গরম জলে মাথা ধোওয়া
* ঠিক মত মাথা না ধোওয়া
* চুলে অত্যাধিক পরিমাণে ডাই ও রাসায়নিক পদার্থ প্রয়োগ করা

পাকা চুল রোধ করার ঘরোয়া পদ্ধতি

*আমলকীকে মেহেন্দীর পাতার সঙ্গে ভাল করে বেটে চুলে লাগান৷ প্রায় এক দেড় ঘন্টা রাখার পর ভালো করে মাথা ধুয়ে নিন৷

* কাড়ি পাতা খেলে মাথার চুল সাদা হবে না৷

* আমলকীর রস চুলে লাগালে চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷

* নারকেল তেলের মধ্যে মেহেন্দী পাতার রস মিশিয়ে ভাল করে ফোটান৷ ঐ তেলটা মাথায় লাগিয়ে দু ঘন্টার রাখার পর চুল ভাল করে ধুয়ে ফেলুন৷ এটা চুলের পুষ্টি যোগাবে৷ চুল খুব তাড়াতাড়ি সাদা হবে না৷

No comments:

Post a Comment